আসুসের আসন্ন রগ ফোন ৯ এর তথ্য ফাঁস

১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:১৮  

শিগগিরই বাজারে আসতে চলেছে আসুস রগ ফোন ৯ সিরিজ, যা কোম্পানিটির রগ ফোন ৮ এর উত্তরসূরি হতে চলেছে। ইতিমধ্যেই রগ ফোন ৮ ও রগ ফোন ৮ প্রো বেশ জনপ্রিয়। এবার রগ ফোন ৯ সিরিজ নিয়েও প্রযুক্তি জগতে বেশ কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি, আসুস রগ ফোন ৯ এবং রগ ফোন ৯ প্রো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং উন্মোচনের টাইমলাইন অনলাইনে ফাঁস হয়েছে। এছাড়া, আসন্ন ডিভাইসটি সম্প্রতি একটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

চীনা সোশ্যাল মিডিয়া উইবোতে টিপস্টার স্মার্ট পিকাচু জানিয়েছেন, আসুসের নতুন একটি স্মার্টফোন মডেল নম্বর আসুসএআই২৫০১এ থ্রিসি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি রগ ফোন ৯ হতে পারে। এই তালিকা অনুযায়ী, ফোনটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এর আগে আরেকটি রিপোর্টে বলা হয়েছিলো, আসুস রগ ফোন ৯ সিরিজে আসুসএআই২৫০১সি মডেল নাম্বারসহ আরেকটি ভ্যারিয়েন্টও থাকতে পারে।

টিপস্টার আরও জানিয়েছেন, ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট থাকতে পারে, যা আগামী মাসে উন্মোচন করা হবে। ফোনটিতে সর্বোচ্চ ২৪ জিবি র‍্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

আসুস রগ ফোন ৯ সিরিজটি চলতি বছরের শেষের দিকে চীনে ও ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বব্যাপী উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিবিটেক/বিএমটি